১৫ আগস্ট বিনামূল্যে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রবেশের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৪ আগস্ট ২০১৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট (বৃহস্পতিবার) বিনামূল্যে ঘুরে দেখা যাবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

বুধবার জাদুঘরের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাঈমা ফেরদৌস শান্তা এ তথ্য নিশ্চিত করেন।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তারা বলেন, ১৫ আগস্ট ভোরে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাদের সাত দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করা হবে।

এ দিন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তাছাড়া বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এমিরেটাস ড. আনোয়ার হোসেন।

বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোকচিত্র প্রদর্শনী, বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের ভাবনা শীর্ষক আলোচনা, বঙ্গবন্ধু অলিম্পিয়াড ও জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মেলার কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারী ৮টি প্রকল্পের তরুণ উদ্ভাবকদের বঙ্গবন্ধু স্মারক পুরস্কার প্রদান করা হবে।

পিডি/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।