সংসদ ভবনে ঈদের বিশেষ জামাত অুনষ্ঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:০৭ এএম, ১২ আগস্ট ২০১৯

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ও যথাযথ মর্যাদায় জাতীয় সংসদে ভবনে ঈদুল আজহার বিশেষ জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সংসদের দক্ষিণ প্লাজার টানেলে এ জামাত অনুষ্ঠিত হয়।

সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজূল ইসলাম এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মুজিবুল হক এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, সংসদ সদস্যবৃন্দ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেন।

নাজাম শেষে মুসলিম উম্মার উন্নতি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এইচএস/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।