বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে পরোয়ানা


প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নড়াইলের একটি আদালত। মঙ্গলবার বেলা ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মোহাম্মদ জাকারিয়া এ পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৮ মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় `ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন` শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। আর এরই প্রেক্ষিতে ওই বছরের ৩ জুন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু বাদী হয়ে নড়াইল সদর আমলি আদালতে পত্রিকার সম্পাদক এবং তৎকালীন প্রকাশকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন। পরে পুলিশকে এ মামলা তদন্তের নির্দেশ দেন আদালত।

পুলিশ তদন্ত শেষে গত বছরের ২ এপ্রিল আদালতে হাজির হবার জন্য সমন জারি করে। মামলার আসামিরা নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় আজ আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

হাফিজুল নিলু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।