ঈদের আগে চুরি গেল কোরবানির গরু!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:২৫ পিএম, ১১ আগস্ট ২০১৯
ফাইল ছবি

রাত পেরুলেই ঈদ। অথচ গতকাল শনিবার রাতে চুরি হয়ে গেছে ১ লাখ ৮৫ হাজার টাকায় কেনা দু'টি গরুই। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শেয়ানপাড়ার গাজীর বাড়িতে।

স্থানীয় সূত্র জানায়, কোরবানির উদ্দেশ্যে কয়েকদিন আগে দু'টি গরু কেনেন পটিয়া খাসমহল রোডের গাজী কনভেনশন সেন্টারের মালিক গাজী গিয়াস। এর একটি ১ লাখ ১০ হাজার টাকা ও অন্যটি ৭৫ হাজার টাকায় কেনা। শনিবার রাতে একটি হাইজ মাইক্রোবাসে করে কয়েকজন অপরিচত মানুষ গরু দুটিকে ওই গাড়িতে করে নিয়ে যায়।

একটি সূত্র জানায়, নেওয়ার আগে পশু দু'টিকে কোনো নেশা জাতীয় খাবার দিয়ে বেহুশ করা হয়।

কোরবানি দাতা গাজী গিয়াস বলেন, রাত পেরুলেই পবিত্র ঈদ-উল আজহা। কোরবানির উদ্দ্যেশে ১ লক্ষ ৮৫ হাজার টাকা দিয়ে দু'টি গরু কিনেছিলাম। অথচ গতকাল রাতে অভিনব কায়দায় বাড়ি থেকে গরু দু'টি চুরি করে নিয়ে গেছে চোরের দল। এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।

প্রসঙ্গত, কোরবানির প্রায় চারমাস আগে গত ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে গরু চুরি হচ্ছিল। জেলা প্রশাসন বিভিন্ন সময় গরু চুরি রোধে পদক্ষেপের কথা জানালেও বন্ধ হয়নি এ তৎপরতা।

আবু আজাদ/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।