যন্ত্রণার শহর ফাঁকা : কল্পনাতীত সম‌য়ে পৌঁছে যা‌চ্ছেন গন্ত‌ব্যে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:২৬ এএম, ১১ আগস্ট ২০১৯

রাজধানীর আজিমপু‌রের বা‌সিন্দা রিয়াজউ‌দ্দিন সপ‌রিবা‌রে গ্রা‌মের বা‌ড়ি কু‌মিল্লায় যা‌বেন। সকাল ১০টায় সা‌য়েদাবাদ থে‌কে ছাড়বে বাস।

ঢাকার যানজ‌টের কথা চিন্তায় রে‌খে সকা‌লে ঘুম থে‌কে উ‌ঠে সবাইকে দ্রুত তৈরি হ‌ওয়ার তাড়া দিয়েছেন। তবে সকাল ৯টায় প্রাই‌ভেট কা‌রে বাসা‌ থে‌কে মাত্র ১০ মি‌নি‌টেই পৌঁছেছেন সা‌য়েদাবাদে।

এ প্র‌তি‌বেদ‌কের স‌ঙ্গে আলাপকা‌লে তি‌নি ব‌লেন, কল্পনাতীত সম‌য়ে গন্ত‌ব্যে পৌঁছালাম।

এদিকে ঈদুল আজহা উদযাপন উপল‌ক্ষে প‌রিবার প‌রিজন নি‌য়ে গ্রা‌মে ফিরছেন মানুষ। ঢাকা শহর এখন অনেকটাই ফাঁকা। নগরবা‌সী কম সম‌য়ে রাজধানীর এক প্রান্ত থে‌কে অন্য প্রা‌ন্তে সহজেই যেতে পারছেন। অন্য সম‌য়ের ম‌তো নগরবা‌সীকে গন্ত‌ব্যে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা যানজ‌টে থাক‌তে হ‌চ্ছে না। যানজ‌টের কথা বলে রিকশা, সিএন‌জিচা‌লিত অ‌টো‌রিকশা চালকরাও বেশি ভাড়া চাচ্ছেন না। বাস স্টপেজগুলোতে নেই যাত্রী‌দের ভিড়।

রোববার সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ফাঁকা রাস্তায় যানবাহনগু‌লো দ্রুত বে‌গে ছু‌টে যা‌চ্ছে। প‌থে গ্রা‌মে ফেরা মানু‌ষই বেশি। এমন ফাঁকা রাস্তা পে‌য়ে ছোট শিশুরাও রাস্তায় খেল‌তে নে‌মে প‌ড়েছে। অ‌নে‌কেই বলছেন, এমন ফাঁকা রাস্তা য‌দি সব সময় থাক‌তো।

এমইউ/এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।