জীবননগরে বখাটের ৬ মাসের কারাদণ্ড
স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত করার অভিযোগে জীবননগরে কিরণ হোসেন নামে এক বখাটেকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ এ রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, জীবননগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় উপজেলা শহরের গোপালনগর গ্রামের দাউদ মন্ডলের ছেলে চা দোকানদার কিরণ হোসেন (৩০) দীর্ঘ প্রায় ৬ মাস ধরে উত্যক্ত করে আসছিলো। এক পর্যায়ে ওই স্কুলছাত্রীর বাবা থানায় অভিযোগ করেন।
অভিযোগ পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে কিরণকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুল হাফিজ কিরণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে জেলহাজতে পাঠান।
সালাউদ্দীন কাজল/এসএস/পিআর