মিরপুরে ২৪ ‘কিশোর গ্যাং’ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৫ এএম, ১১ আগস্ট ২০১৯

রাজধানীর মিরপুরের একাধিক স্থানে অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাং’-এ জড়িত অভিযোগে ২৪ জনকে আটক করেছে র‌্যাব।

শনিবার (১০ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৪ ব্যাটালিয়ন সদস্যরা।

পরে ১৯ জনকে ছয় মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে প্রেরণ ও বাকি পাঁচজনকে ছয় মাসের জন্য কারাদণ্ড প্রদান করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম বলেন, ‘মিরপুরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাংয়ের গ্রুপ সক্রিয় ছিল। এ বিষয়ে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।’

‘আটকরা মিরপুরের বিভিন্ন এলাকায় সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ছিনতাই করত। এদের মধ্যে একটি গ্রুপের নাম ‘ব্লেড রানা’। এ গ্রুপের সদস্যরা মানুষের পকেট কাটার জন্য পকেটে সব সময় ব্লেড রাখে। যদি তাদেরকে জনগণ বা আইনশৃঙ্খলা বাহিনী ধরে ফেলে তখন এরা নিজেদের পকেটে রাখা ব্লেড দিয়ে নিজেদের হাত, পা, মুখ কেটে ফেলে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘আরেকটি গ্রুপ সক্রিয় যারা নিজেদের ‘নিনজা’ বলে পরিচিত, এরা কারো কাছ থেকে ছিনতাইয়ের পর দ্রুত সেই সামগ্রীটি পেছনে থাকা তার দলের অন্য সদস্যের কাছে দিয়ে দেয়। সেজন্য ছিনতাইকারীকে সহজে শনাক্ত করা যায় না।’

অভিযান শেষে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নিজাম উদ্দিন আহমেদ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯ জনকে ছয় মাসের জন্য কিশোর সংশোধন কেন্দ্রে পাঠান ও বাকি পাঁচ জনের প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড প্রদান করেন।

জেইউ/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।