নীলফামারীতে অপহ্নত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার


প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

নীলফামারীর ডিমলায় সোমবার রাতে দশম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ১১দিন পর নবীনগর থেকে তাকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাবা ও ২ ছেলেসহ ৩ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, বালাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীকে গত ৩ সেপ্টেম্বর অপহরণ করা হয়। ওই ছাত্রী ডিমলা সদর ইউনিয়নের একটি কোচিং সেন্টারে প্রাইভেট শেষে বাড়ি ফেরার সময় ডিমলা সদরের এলএসডি গোডাউনের সামনে থেকে অপহ্নত হয়। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা ঘটনার দিন রাতে বাদি হয়ে ৫ জনকে আসামি করে ডিমলা থানায় মামলা দায়ের করেন।

সোমবার রাতে ডিমলা থানা ও আশুলিয়া থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে অপহৃত ও অপহরণকারী তরিফুল ইসলাম (২২), ভাই ফরহাদ হোসেন (২৪) ও বাবা এন্তাজ আলীকে (৫৫)  গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিমলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সফিয়ার রহমান জাগো নিউজকে জানায়, স্কুলছাত্রী অপহরণকারী তরিফুল ইসলাম, বড় ভাই ফরহাদ হোসেন ও বাবা ইউপি সদস্য এন্তাজ আলী ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করেন।

গত ২ দিনের অভিযানে আশুলিয়া থানার নবীনগর থেকে তরিফুল ইসলাম ও অপহৃতাকে উদ্ধার এবং পল্লী বিদ্যুতের সামনে থেকে অপহরণকারীর ভাই ও বাবাকে গ্রেফতার করা হয়েছে।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, স্কুলছাত্রী অপহরণকারী, তার ভাই ও বাবাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাাঠানো হবে।

জাহেদুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।