মিনায় হজযাত্রী নারীর মৃত্যু

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১০ আগস্ট ২০১৯

পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালনকালে মোছা. ছালেহা খাতুন (৫২) নামে এক নারী হজযাত্রী মিনার তাবুতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল ৯ জুলাই (শুক্রবার) তিনি মারা যান।

পাবনা জেলার সাথিয়া থানার বাসিন্দা ছালেহা খাতুনের পাসপোর্ট নম্বর বিওয়াই ০২৮৪২৬০। তিনি বেসরকারি মীর আমিনা ট্রালেভস্ অ্যান্ড ট্যুরস এজেন্সির মাধ্যমে গত ২ আগস্ট বিজি ৩২৭৭ ফ্লাইটে সৌদি আরব যান।

চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ৯ আগস্ট পর্য়ন্ত মোট ৪৩ জন মারা যান।

তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ৭ জন। তাদের মধ্যে ৩৫ জন মক্কায়, ৬ জন মদিনায়, জেদ্দায় ১ জন ও মিনাতে ১ জনের মৃত্যু হয়।

এমইউ/এসএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।