গোপন চিকিৎসার লিফলেটওয়ালী প্রভা


প্রকাশিত: ০৭:৪২ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

হাজার রকম জীবিকার এই শহরের খুব চেনা একটি দৃশ্য, রাস্তায় বাসে চড়ার সময় জানলার ফাঁক দিয়ে মহিলাদের নানা রকম লিফলেট ছুঁড়ে মারা। বেশিরভাগ সময়ই লিফলেটের বিষয়বস্তু থাকে যৌন সমস্যার গোপন চিকিৎসা। সে কারণেই হয়তো নিজেদের মুখ মহিলারা বোরখার আড়ালে ঢেকে রাখেন। বলাবাহুল্য, এটিও একটি পেশা। নির্দিষ্ট পরিমাণ লিফলেট বিতরণ করে এইসব মহিলারা অর্থ উপার্জন করে থাকেন।

এবার সেই পেশায় অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। ‘লিফলেট’ নামের একটি নাটকে বাসের মধ্যে বোরকা পরে লিফলেট বিতরণ করবেন তিনি।

prova

নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সেরনিয়াবাত শাওন। নাটকটি নিয়ে তিনি জাগো নিউজকে বলেন, ‘নাটকটিতে প্রভা লিফলেটওয়ালী চরিত্রে অভিনয় করেছেন। শাহবাতেন হেকিম নামের একটি দাওয়া খানার লিফলেট বাসে বাসে বিতরণ করেন প্রভা। নাটকটিতে প্রভার চরিত্রের নাম সায়রা। শাহবাতেন হেকিম হল ছদ্ম নাম। তার আসল নাম জাফর। এ চরিত্রটিতে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ।’

prova

নাটকটিতে শ্যামল মাওলাকেও দেখা যাবে ক্যানভাসার চরিত্রে। তার চরিত্রটির নাম আব্দুল ওয়াহেদ। এ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিকুল কুমার মণ্ডল। রাজধানীর আজিমপুর, লক্ষ্মীবাজার, শাহবাগ, পলাশীসহ নানা জায়গায় নাটকটির দৃশ্যধারণ হয়েছে।

নাটকটি কোরবানি ঈদে এনটিভিতে প্রচার হবে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।