কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টায় অপসারণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০৯ আগস্ট ২০১৯

কোরবানির বর্জ্য অপসারণে নগরবাসীর সহায়তা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, প্রতিবারের মতো এবারও কোরবানির বর্জ্য প্রথম দিনে অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে।’

শুক্রবার (৯ আগস্ট) রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ধোলাইখাল পশুর হাট পরিদর্শন এবং মশার লার্ভা ধ্বংস ও ফগিং কার্যক্রম পরিদর্শনকালে এ সব কথা বলেন ঢাকা দক্ষিণের এ নগরপিতা।

khokon

মেয়র খোকন বলেন, ‘প্রতিবারের মতো এবারও কোরবানির বর্জ্য প্রথম দিনে অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে। এ জন্য নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দেয়ার আনুরোধ জানাচ্ছি। তবে কেউ যদি কোনো কারণে নির্দিষ্ট স্থানের পরিবর্তে নিজ আঙিনা বা সুবিধাজনক স্থানে কোরবানি করেন, তাহলে সেই পশুর বর্জ্য ড্রেনে ফেলবেন না। কর্পোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে দেয়া বর্জ্য ব্যাগে ভরে মুখ বন্ধ করে সড়কের পাশে রাখবেন যাতে পরিচ্ছন্নতাকর্মীরা সহজেই এ ময়লা অপসারণের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধে নগরী পরিচ্ছন্ন করতে পারে। এ ছাড়া কোরবানির স্থানে স্যাভলনের পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলবেন যেন পরিবেশ দূষণ না ঘটে।’

তিনি আরও বলেন, ‘কোরবানির ২য় দিনের বর্জ্য দিনশেষে রাতের মধ্যে এবং ৩য় দিনের বর্জ্য ওইদিন রাতের মধ্যেই অপসারণ করা হবে। পরিচ্ছন্নতা কাজে কোনো গাফিলতি সহ্য করা হবে না। সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করবেন। অন্যথায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

হাট পরিদর্শনকালে মেয়রের সঙ্গে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএস/এনডিএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।