পৌনে তিন লাখ টাকার জাল নোট ও অস্ত্রসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮ এএম, ০৯ আগস্ট ২০১৯

রাজধানীর কদমতলী থানা এলাকা থেকে পৌনে তিন লাখ টাকার জাল নোট, একটি বিদেশি পিস্তল ও ৩৪ রাউন্ড তাজাগুলিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- আলমগীর হোসেন (৩৮) ও সুমন চন্দ্র সাহা (৩৬)। র‌্যাব-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, আটক আলমগীর হোসেনের নামে পূর্বে আদাবর থানায় একটি মামলা রয়েছে।

আটক আলমগীর ও সুমন চন্দ্র জিজ্ঞাসাবাদে জানায়, দীর্ঘদিন যাবত তারা পরস্পর যোগসাজশে জাল টাকার ব্যবসা করে আসছে। ঈদকে কেন্দ্র করে তারা কোরবানির পশুর হাটে জাল নোট ছড়িয়ে দেয়ার চেষ্টা চালিয়ে আসছিল।

এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এর সঙ্গে জড়িত অন্যদের আটকে চেষ্টা চলছে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।