২ ডিসেম্বর গোলাম আযমের আপিল শুনানি
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের আপিলের শুনানি আগামী ২ ডিসেম্বর শুরু হবে।
প্রধান বিচারপতি মো: মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ বুধবার আপিল শুনানির জন্য এ দিন ধার্য করে আদেশ দেন।
প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি এস কে (সুরেন্দ্র কুমার) সিনহা, বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
আদালতে আসামিপক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। গত বছরের ১০ আগস্ট গোলাম আযমের দণ্ডাদেশ থেকে অব্যাহতি চেয়ে আসামিপক্ষ আপিল করে। আপিলে সাড়ে নয় হাজার পৃষ্ঠার মূল ডকুমেন্টে ১০৯টি গ্রাউন্ড আনা হয়েছে। আর মূল আপিল আবেদন ৯৫ পৃষ্ঠার। আবেদনে অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন।