জুলাইয়ে ভালো কাজের পুরস্কার পেলেন যারা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:২০ এএম, ০৮ আগস্ট ২০১৯

ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপি’র বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করলেন ডিএমপি’র কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

বুধবার বিকেল ৩টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন কমিশনার।

dmp

জুলাই ২০১৯ মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্রেষ্ঠ অপরাধ বিভাগ নির্বাচিত হয়েছে ওয়ারী বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন), শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মো. মাজহারুল ইসলাম, পিপিএম-বার, অফিসার ইনচার্জ যাত্রাবাড়ী থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আ. রাজ্জাক, পুলিশ পরিদর্শক (তদন্ত) বাড্ডা থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) সজীব দে পুলিশ পরিদর্শক (অপারেশনস্), খিলগাঁও থানা, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই মো. সোহাগ চৌধুরী, শ্যামপুর থানা ও এসআই লব চৌহান, মোহাম্মদপুর থানা, শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই এমএ রিয়াজ, পল্লবী থানা ও এএসআই মো. হেলাল উদ্দিন, মতিঝিল থানা, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই এমএ রিয়াজ, পল্লবী থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই মো. সোহাগ চৌধুরী, শ্যামপুর থানা, এসআই লন্ডন চৌধুরী, হাজারীবাগ থানা, শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার এসআই খালিদ শেখ, কোতয়ালী থানা, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, পিপিএম-বার, অফিসার ইনচার্জ, যাত্রাবাড়ী থানা, শ্রেষ্ঠ চোরাই গাড়ী উদ্ধারকারী অফিসার মোঃ মাজহারুল ইসলাম, পিপিএম-বার, অফিসার ইনচার্জ, যাত্রাবাড়ী থানা।

dmp

ডিএমপি’র গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল আলম, সহকারী পুলিশ কমিশনার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার টিম, ডিবি-উত্তর বিভাগ, চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম মো. রফিকুল আলম, সহকারী পুলিশ কমিশনার, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম, ডিবি-দক্ষিণ বিভাগ, অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ টিম মো. শাহিদুর রহমান, পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, খিলগাঁও জোনাল টিম, ডিবি-পূর্ব, মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ টিম মাহবুবুল আলম, সহকারী পুলিশ কমিশনার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার টিম, ডিবি-উত্তর বিভাগ, অজ্ঞান/মলম পার্টি গ্রেফতারে যৌথভাবে শ্রেষ্ঠ টিম মো. সোলায়মান মিয়া, সহকারী পুলিশ কমিশনার, রোবারী প্রিভেনশন টিম ও রাহুল পাটওয়ারী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মিরপুর জোনাল টিম, ডিবি-পশ্চিম, ডিএমপি, ঢাকা।

dmp

ডিএমপি’র ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে শ্রেষ্ঠ বিভাগ ট্র্রাফিক-পূর্ব বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির সহকারী পুলিশ কমিশনার,রামপুরা ট্রাফিক জোন, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর মো. মশিউর রহমান ইন্সপেক্টর, রামপুরা ট্রাফিক জোন, ট্রাফিক পূর্ব বিভাগ, শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে সার্জেন্ট মো. তানভীর হাসান মিডিয়া শাখা, ট্রাফিক পূর্ব বিভাগ ও সার্জেন্ট সাহানা আক্তার রমনা ট্রাফিক জোন ট্রাফিক-দক্ষিণ বিভাগ।

dmp

জুলাই, ২০১৯ মাসে বিট পুলিশিং কার্যক্রম সংক্রান্তে পুরস্কারপ্রাপ্তরা হলেন, নাজমুন নাহার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর জোন), মো. সামসুজ্জামান, সিনি. সহকারী পুলিশ কমিশনার (ওয়ারী জোন), এবিএম মো. মশিউর রহমান পিপিএম, অফিসার ইনচার্জ, কামরাঙ্গীরচর থানা, মো. সিদ্দিকুর রহমান অফিসার ইনচার্জ, ডেমরা থানা ও জি.জি বিশ্বাস পিপিএম অফিসার ইনচার্জ, মোহাম্মদপুর থানা।

dmp

বিশেষ ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন), উপ-পুলিশ কমিশনার (প্রটেকশন বিভাগ, আইএডি ও স্পেশাল এ্যাকশন গ্রুপ) ও সিস্টেম এ্যানালিস্ট ডিএমপি ঢাকা।

বিশেষ পুরস্কার পেলেন যারা তারা হলেন- (সাজাপ্রাপ্ত ০৫ আসামি গ্রেফতার) বদরুজ্জামান জিল্লু অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (উত্তর) বিভাগ, (শিশু ভিকটিম উদ্ধার) খন্দকার রবিউল আরাফাত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ, (হত্যা মামলার আসামী গ্রেফতার) মো. গোলাম সাকলায়েন পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা (উত্তর) বিভাগ, (অশ্লীল ছবি প্রকাশ করে চাঁদাদাবীকারী গ্রেফতার) মহরম আলী অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (উত্তর) বিভাগ, (হত্যা মামলার আসামী গ্রেফতার) মোহাম্মদ বশির উদ্দিন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা-পূর্ব বিভাগ, (ডাকাত গ্রেফতার) রাহুল পাটওয়ারী পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা (পশ্চিম) বিভাগ, (জালটাকা উদ্ধার) মো. শাহাদত হোসেন সুমা বিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা (পশ্চিম) বিভাগ, (প্রতারক গ্রেফতার) মো. আজহারুল ইসলাম মুকুল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, (আসামিসহ অস্ত্র উদ্ধার) এস এম শামীম সহকারী পুলিশ কমিশনার,পল্লবী জোন, মিরপুর বিভাগ।

dmp

(হত্যা মামলার আসামি গ্রেফতার) সালমান হাসান সহকারী পুলিশ কমিশনার, তেজগাঁও শিল্পাঞ্চল জোন, তেজগাঁও বিভাগ, (জালটাকা উদ্ধার) সুমন কান্তি চৌধুরী সহকারী পুলিশ কমিশনার, অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম, গোয়েন্দা উত্তর বিভাগ, (আনসার আল ইসলাম এর সক্রিয় ০২ জন সদস্য গ্রেফতার) আতিকুর রহমান চৌধুরী সহকারী পুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম বিভাগ, (প্রশ্নপত্র সরবরাহকারী গ্রেফতার) সাইদ নাসিরুল্লাহ সহকারী পুলিশ কমিশনার, ওয়েব সাইট এন্ড ই-মেইল ক্রাইম, সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (অশ্লীল ছবি পোস্টকারী গ্রেফতার) ইশতিয়াক আহমেদ সহকারী পুলিশ কমিশনার, ডিজিটাল ফরেনসিক টিম সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (হত্যা মামলার আসামী গ্রেফতার) মো. শাহীন ফকির বিপিএম অফিসার ইনচার্জ, বংশাল থানা, (গুজব রোধকল্পে সচেতনতা সৃষ্টি) এবিএম মশিউর রহমান পিপিএম অফিসার ইনচার্জ, কামরাঙ্গীরচর থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) আব্দুস সালাম পুলিশ পরিদর্শক (তদন্ত) হাজারীবাগ থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত), লালবাগ থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) বাবু কুমার সাহা পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরাঙ্গীরচর থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) মো. আবদুল আলীম পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদপুর থানা।

(অশ্লীল ছবি পোষ্টকারী গ্রেফতার) মো. শাহজাহান মন্ডল পুলিশ পরিদর্শক সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ, (প্রতারক গ্রেফতার) মোহাম্মদ জাহিদুল ইসলাম পুলিশ পরিদর্শক গোয়েন্দা-উত্তর বিভাগ, (ছিনতাইকারী গ্রেফতার) মো. শাহজাহান টিআই, ওয়ারী ট্রাফিক জোন, ট্রাফিক পূর্ব বিভাগ, (ভিকটিম উদ্ধারসহ আসামী গ্রেফতার) এসআই মো. আনিছুর রহমান রমনা মডেল থানা, (কিশোর গ্যাং গ্রুপের ১২ জন সদস্য গ্রেফতার) এসআই আল মোমেন হাজারীবাগ থানা, (ধর্ষণ মামলার আসামী গ্রেফতার) এসআই মো. মোশারফ হোসেন ধানমন্ডি মডেল থানা, (ছিনতাইকারী গ্রেফতার) এসআই মো. খায়রুজ্জামান সিকদার, রমনা মডেল থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই মো. রমজান আলী কামরাঙ্গীরচর থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই বিল্লাল হোসাইন জনি যাত্রাবাড়ী থানা, (ভিকটিম উদ্ধারসহ আসামি গ্রেফতার) এসআই মুকিত হাসান যাত্রাবাড়ী থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই নুর মোহাম্মদ গেন্ডারিয়া থানা, (ভিকটিম উদ্ধারসহ আসামী গ্রেফতার) এসআই মো. আলমগীর খাঁন শ্যামপুর থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই মো. বিল্লাল আল আজাদ যাত্রাবাড়ী থানা।

(হত্যা মামলার আসামি গ্রেফতার) এসআই মোঃ ওয়াহেদুজ্জামান মতিঝিল থানা, (ভিকটিম উদ্ধারসহ পাচারকারী গ্রেফতার) এসআই সুজন কুমার তালুকদার পল্টন মডেল থানা, (নবজাতক শিশু উদ্ধার) এসআই এ.কে.এম জিয়াউর রহমান মতিঝিল থানা, (দস্যুতা মামলার আসামী গ্রেফতার) এসআই মোঃ আরসেল তালুকদার খিলগাঁও থানা, (হত্যা মামলার আসামী গ্রেফতার) এসআই মো. রফিকুল ইসলাম আদাবর থানা, (কিশোর গ্যাং গ্রুপের সদস্য গ্রেফতার) এসআই লব চৌহান মোহাম্মদপুর থানা, (ডাকাত গ্রেফতার) এসআই মো. মেহেদি হাসান গুলশান থানা, (আসামি গ্রেফতার) এসআই সাদিয়া শারমীন নারী সহায়তা ও তদন্ত বিভাগ, (ছিনতাইকারী গ্রেফতার) শিক্ষানবিশ সার্জেন্ট মো. রকিবুল ইসলাম সবুজবাগ ট্রাফিক জোন, (ছিনতাইকারী গ্রেফতার) শিক্ষানবিশ সার্জেন্ট দেবব্রত মহাজন সুকান্ত সবুজবাগ ট্রাফিক জোন, (পরিত্যক্ত টাকা উদ্ধার) এটিএসআই মো. বেলাল হোসেন শাহবাগ ট্রাফিক জোন, (ঘাতক বাস চালক গ্রেফতার) এটিএসআই রনজিৎ কুমার রায় ডেমরা ট্রাফিক জোন, (ছিনতাইকারী গ্রেফতার) এএসআই মো. আবু বক্কর সিদ্দিক শাহবাগ ট্রাফিক জোন ও এএসআই মো. আবু হানিফ শাহবাগ ট্রাফিক জোন ট্রাফিক দক্ষিণ বিভাগ।

জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।