আয়কর দিবসে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালি


প্রকাশিত: ০৪:১৫ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

আজ জাতীয় আয়কর দিবস। ‘সমৃদ্ধির সোনালী দিন আনতে হলে আয়কর দিন’ এই স্লোগানে সারাদেশে পালিত হচ্ছে দিবসটি। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’। কর প্রদানে করদাতাদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ২০১০ সাল থেকে জাতীয়ভাবে এ দিবসটি পালন করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার সকাল পৌনে ৯টায় জাতীয় রাজস্ব বোর্ডের সামনে বিভিন্ন রংয়ের বেলুন ও পায়রা উড়িয়ে আয়কর দিবস উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থ ও পরিবল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ট্যাক্স লাইয়ারস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহ জিকরুল আহমেদ, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি মাজুম আলী খান।

প্রতিবারের ন্যায় এবারও উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত শিল্পী, নৃত্য শিল্পী, চলচ্চিত্র ও নাট্য জগতের বিভিন্ন তারকারা উপস্থিত হয়ে আয়কর প্রদানে মানুষদের উজ্জীবিত করেন। এদের মধ্যে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান এবং সাবেক অধিনায়ক আজহারী।

এছাড়া তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন- চঞ্চল চৌধুরী, বৃন্দাবন দাস, ফারুক আহম্মেদ, বাঁধন, শহিদুজ্জামান সেলিম, শহিদুল ইসলাম সাচ্চু এবং আর শিল্পীদের মধ্যে আইয়ুব বাচ্চু, আবিদা সুলদতানা, রফিকুল ইসলাম, ফেরদৌস আরা, কুমার বিশ্বজিৎ, নিশিতা বড়ুয়াসহ আরও অনেকে।

সেলিব্রেটিরা মঞ্চে আসার সঙ্গে সঙ্গেই সাথে শত শত ভক্ত তাদের সঙ্গে ছবি তোলার জন্য ভিড় জমান। এরপর এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি জাতীয় রাজস্ব বোর্ডের সামনে থেকে মৎস্য ভবন, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেসক্লাব হয়ে আবার জাতীয় রাজস্ব বোর্ডের সামনে এসে শেষ হয়।

আয়কর প্রদানের স্লোগান সম্বলিত টি-শার্ট, ক্যাপ ও ছাতা নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন স্তরের শত শত মানুষ। এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারিরাও অংশগ্রহণ করেন। র্যালীতে পুলিশের ঘোড়া, ঘোড়ার গাড়ি, স্কাউট, আনসার-ভিডিপি’র একটি বাদক দল অংশ নেন।

প্রতিবছরের ন্যায় এবারও জাতীয় আয়কর দিবস উপলক্ষ্যে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।