যৌন হয়রানির দ্রুত বিচার চান অভিভাবকরা
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানির অভিযোগ দ্রুত তদন্ত করে বিচারের দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।
আজ বুধবার (৭ আগস্ট) ফোরামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, দেশের সব স্কুল-কলেজ-মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রীদের বা শিক্ষিকাদের যৌন হয়রানি প্রতিরোধ এবং যৌন হয়রানির অভিযোগের দ্রুত তদন্ত করতে হবে। তদন্তে যৌন হয়রানির প্রমাণ পাওয়া গেলে অপরাধীকে দ্রুত কঠিন শান্তির আওতায় আনতে হবে।
অভিভাবকদের ভাষ্য, বিচারহীনতার সংস্কৃতিসহ নানা নেতিবাচক বিষয়ের প্রভাবে সামাজিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক দ্বারা ছাত্রীদের যৌন হয়রানির মাত্রা, এর সংখ্যা ও বীভৎসতা দিন দিন বাড়ছে, বর্তমানে তা ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে। অথচ শাস্তি হচ্ছে না। অনেক ঘটনাই প্রভাবশালীরা বা স্কুল-কলেজ কর্তৃপক্ষ তদন্তের নামে ধামাচাপা দিচ্ছেন। ফলে অপরাধীরা শাস্তি না পেয়ে বেপরোয়া হয়ে এমন অপকর্মের পুনরাবৃত্তি ঘটাচ্ছেন।
তারা বলেন, ছাত্রীরা সম্ভ্রম হারিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে। এ লজ্জাজনক ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না অভিভাবকরা। এমন অপরাধীদের দ্রুত দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করার দাবি জানান তারা।
এমএইচএম/এসআর/এমএস