‘সজীব ওয়াজেদ জয়’ পরিষদের নামে গুজব, আটক ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১২ পিএম, ০৭ আগস্ট ২০১৯
ফাইল ছবি

প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টার নামে ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’ গঠন করে গুজব ছড়ানোর অভিযোগে দুজনকে আটক করেছে র‌্যাব-১ সদস্যরা।

বুধবার রাজধানীর বিমানবন্দর এলাকার কাওলা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’র প্যাডে ডেঙ্গু রোগ মহামারি আকার ধারণ করেছে বলে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি প্রচার করেছিল।

তারা হলেন- লায়ন মতিউর রহমান টিপু ও প্রকৌশলী এম আই তনয়।

র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’ নামের সংগঠনটি অনুমোদনহীন সংগঠন। ডেঙ্গু রোগ মহামারি আকার ধারণ করেছে বলে সংগঠনের নামে প্রেস বিজ্ঞপ্তি প্রচার করে জনমনে ভীতি ও বিভ্রান্তি ছড়িয়ে দেয়। ভুয়া নাম ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর দায়ে দুজনকে আটক করা হয়েছে।

এআর/এমএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।