ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে স্বাস্থ্য অধিদফতরের পরামর্শ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৪:০০ পিএম, ০৭ আগস্ট ২০১৯

ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ করতে যাবেন, তাদের কী কী করণীয় সে সম্পর্কে নগরবাসীকে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

পরামর্শগুলো হলো- গ্রামের বাড়ি যাওয়ার আগে বাড়ি, অফিস, সব প্রতিষ্ঠানের বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেটের কমোড ঢেকে দিয়ে হবে। রেফ্রিজারেটরে পানি ফেলে শুকিয়ে রেখে যেতে হবে। এয়ার কন্ডিশনারের পাইপের পানি পরিষ্কার করে রেখে যেতে হবে। বালতি, বদনা, হাঁড়ি-পাতিল, ড্রাম, গাম, ঘটিবাটির পানি ফেলে পরিষ্কার করে উল্টিয়ে রেখে যেতে হবে। বারান্দার ছাদের ওপর রাখা ফুলের টবে পানি ফেলে পরিষ্কার করে উল্টিয়ে রেখে যেতে হবে। পানির ট্যাঙ্কের ঢাকনা বন্ধ করে রেখে যেতে হবে।

বুধবার স্বাস্থ্য অধিদফতর সচিবালয়ে রাজধানী ঢাকায় ক্রমবর্ধমান ডেঙ্গু জ্বরের প্রকোপ মোকাবিলার লক্ষ্যে নিয়মিত আলোচনা সভায় বক্তারা এ পরামর্শ দেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় অধিদফতরের ইউনিয়ন শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা, ড. সমর কান্তি সরকার, পরিচালক এম আই এর ডা. সত্যকাম চক্রবর্তী লাইন ডিরেক্টর হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট ডা. আখতারুজ্জামান জাতীয় মেধাবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটিতে সব সরকারি-বেসরকারি হাসপাতালে হেল্প ডেস্ক খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। ঈদের দিন কমিউনিটি ক্লিনিক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার চিকিৎসায় নিয়োজিত থাকবেন। স্থানীয় কোনো রোগের যেকোনো সমস্যায় সিএসসি প্রদানকৃত মোবাইল নম্বরে যোগাযোগ করবেন।

ডেঙ্গু রোগের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক মনিটরিং চালু থাকবে। বাংলাদেশ মেডিসিন সোসাইটি সহযোগিতা ২৬টি জেলা সিভিল সার্জন ও সংশ্লিষ্ট মেডিকেল অফিসার এবং শিশুদের অংশগ্রহণে ডেঙ্গু ম্যানেজমেন্ট গাইডলাইন নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। ডেঙ্গু রোগের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে সরকারি হাসপাতালসমূহের ৩৪৬টি আইসিইউ বেড ডায়ালাইসিস ইউনিট চালু আছে।

এমইউ/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।