পুলিশ দেখেই পালিয়ে গেলেন ছাত্রদল নেতৃবৃন্দ
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মঞ্চ দখলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে মারামারিতে উপজেলা ছাত্রদলের কর্মী সম্মেলন পণ্ড হয়ে গেছে। সোমবার বিকেল ৪টায় উপজেলা মিলনায়তনে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ হাজির হতেই পালিয়ে যান সিলেট জেলা ছাত্রদল সভাপতি-সম্পাদকসহ উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ।
জানা গেছে, সোমবার বিকেল ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলা মিলনায়তনে উপজেলা ছাত্রদল ও গোয়াইনঘাট সরকা কলেজ ছাত্রদলের কর্মী সম্মেলন ছিল।
জেলা ছাত্রদলের সভাপতি সাইদ আহমদের সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা মিজানুর রহমান নেছার আহমদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, ছাত্রদল নেতা মোহাম্মদ দিনার, চৌধুরী মো. সুহেল, আব্দুর রকিব চৌধুরী, এমদাদুল হক স্বপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন প্রমুখ।
শুরুতে জেলা ছাত্রদলের সভাপতি সাইদ আহমেদ উদ্বোধনী বক্তব্য শুরু করলে ছাত্রদলের বিবদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। চেয়ার ছুঁড়াছুড়িরও ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি এমএ হাই একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে পুলিশ যেতেই জেলা ছাত্রদল সভাপতি সাঈদ, সাধারণ সম্পাদক মুন্নাসহ ছাত্রদলের শীর্ষ নেতারা দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
ওসি এমএ হাই বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা পালিয়ে গেছেন। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
ছামির মাহমুদ/বিএ