সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৬ আগস্ট ২০১৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে আহত মারুফ (২৫) মারা গেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, ‘সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় ভাটিয়ারী পোর্ট লিংক কনটেইনার ইয়ার্ডের সামনে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়েছিলেন। ওই ঘটনায় আহত মারুফ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বিস্তারিত পরিচয় এখনো আমাদের হাতে আসেনি।’

স্থানীয়রা জানায়, রেললাইন পার হওয়ার সময় দু’দিক থেকে ট্রেন আসায় তারা আর কোনো দিকেই যেতে পারেননি। তিনজনই ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং পরে দুজন ঘটনাস্থল মারা যান। তাৎক্ষণিক গুরুতর আহত মারুফকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে তিনি মারা যান।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।