রামগড়ে দুই ইউপিডিএফ সদস্য আটক : গোলাবারুদ উদ্ধার
খাগড়াছড়ি রামগড় উপজেলার পাগলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ`র দুই সদস্যকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।
এসময় এলজি, চারটি কার্তুজ, দুটি মোবাইল ফোনসেট, চাঁদা আদায়ের রসিদ বই জব্দ করা হয়।
সোমবার ভোরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাগলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকরা হলো, ইউপিডিএফের সাব পোস্ট কমান্ডার গুইমারার নতুনপাড়া গ্রামের নাপা মারমা সবুজ (৪৫) ও মানিকছড়ির দুর্জয় চাকমা বাবু (২৭) ।
গুইমারা সাবজোন কমান্ডার মেজর মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর রাকিবুল হাসানের নেতৃত্বে একটি টহলদল পাগলাপাড়া এলাকার একটি পরিত্যক্ত খামার বাড়িতে অভিযান চালিয়ে ইউপিডিএফ`র এ দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ`র মিডিয়া উইং প্রধান নিরন চাকমা আটক ব্যক্তিরা তাদের কর্মী বলে দাবি করেছেন।
রামগড় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এমএএস/আরআইপি