রাজধানীর প্রায় সমসংখ্যক ডেঙ্গু রোগী বিভাগীয় শহরেও!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২২ পিএম, ০৫ আগস্ট ২০১৯

মাত্র মাস কয়েক আগেও এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বর বলতে রাজধানীকেন্দ্রিক রোগ বলে মনে করা হতো। কিন্তু বর্তমানে এ রোগটি আর শহরকেন্দ্রিক নেই। রাজধানী ঢাকার বাইরে ঢাকা বিভাগসহ অন্যান্য বিভাগীয় শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। ঢাকার বাইরের হাসপাতালে প্রতিদিনই অসংখ্য ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের গত ৭ দিনের প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা গেছে প্রায় প্রতিদিনই ঢাকার বাইরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

গত ৩০ জুলাই থেকে ৫ আগস্ট (সোমবার) পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে যথাক্রমে ১০৪৭, ৯৬০, ১১৩১, ৯৫৮, ৯৯৫, ১০৫৩ ও ১১৫৯ জন।

একই সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে যথাক্রমে ৫৩৬, ৬১৮, ৫৯০, ৭০৭, ৬৮৬, ৮২১ ও ৯০৬ জন।

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৫ জন। মোট আক্রান্তের মধ্যে ঢাকা শহরে ১ হাজার ১৪৮ জন।

ঢাকা শহর ব্যতীত বিভিন্ন বিভাগে ভর্তি রোগীর সংখ্যা ৯০৬ জন। এরমধ্যে ঢাকা বিভাগে ২২১, চট্টগ্রাম বিভাগে ১৮০, খুলনা বিভাগে ১৫০, রংপুর বিভাগে ৪৭, রাজশাহী বিভাগে ১১২, বরিশাল বিভাগের ৯৯, সিলেট বিভাগে ৩৬ ও ময়মনসিংহ বিভাগে ৬১ জন রোগী ভর্তি হন।

এমএইচএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।