৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৫ আগস্ট ২০১৯

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৮ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

গাইবান্ধা ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায়কে কুড়িগ্রাম সদর সার্কেলে, জামালপুর জেলা পুলিশের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আতিকুল হককে ঝিনাইদহ কোটচাঁদপুরে, নেত্রকোনার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এ টি এম মাইনুল ইসলামকে নওগাঁ পত্নীতলা সার্কেলে, নীলফামারী জেলার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো, আব্দুল ওয়ারেসকে দিনাজপুর বীরগঞ্জ সার্কেলে, ঠাকুরগাঁও জেলার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমকে র্যাবে।

খাগড়াছড়ি জেলার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমাকে কক্সবাজার জেলার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে, রংপুর সদরের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলমকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেনকে রংপুর এ-সার্কেলে এবং ঠাকুরগাঁও জেলার সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে পুলিশ সদর দফতরে বদলি করা হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে বলে জানা গেছে।

জেইউ/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।