হজ কার্যক্রমের প্রথম পর্ব শেষ হচ্ছে আজ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১২:০০ পিএম, ০৫ আগস্ট ২০১৯

প্রায় আট মাস আগে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর সৌদি আরব ও বাংলাদেশের হজ চুক্তির মাধ্যমে চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয়। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ পালন করবেন এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। সোমবার (৪ আগস্ট) পর্যন্ত মোট এক লাখ ২২ হাজার ৫২৬ জন সৌদি আরব পৌঁছেছেন।

তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৯১৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৫ হাজার ৬১০ জন। রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭৬টি ও সৌদি এয়ারলাইন্সের ১৭৪টিসহ মোট ৩৫০টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয়।

প্রায় আট মাস আগে যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল তার প্রথম পর্বের যবনিকাপাত হচ্ছে আজ। বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে আজ (সোমবার) শেষ হজ ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

বাংলাদেশ হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে বেসরকারি হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সদস্য এজেন্সিগুলো অধিকাংশ হজযাত্রী প্রেরণ করে। আজ শেষ দিনে হাবের আয়োজনে আশকোনা হজক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয় ও হাব কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টায় চলতি বছরের হজ কার্যক্রম বলতে গেলে সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। অন্যান্য বছর জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হলেও চলতি বছর হজযাত্রীদের অনেকেরই সৌদি অংশের ইমিগ্রেশন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্পন্ন হয়। ফলে এ বছর হজযাত্রীদের এহরাম বাঁধা অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষার প্রহর গুনতে হয়নি।

সোমবার আশকোনা হজক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রম নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, ২০০৯ সালে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা ছিল মাত্র ৫৮ হাজার ৬২৮ জন। এক দশক পর চলতি বছর হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন।

উল্লেখ্য, আগামী ১১ আগস্ট পবিত্র হজ পালিত হবে। এরপর দ্বিতীয় পর্বে আগামী ১৭ আগস্ট থেকে পবিত্র হজ পালন শেষে বাংলাদেশি হজযাত্রীরা দেশে ফিরতে শুরু করবেন। ফিরতি শেষ হজ ফ্লাইট আগামী ১৫ সেপ্টেম্বর।

এমইউ/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।