ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে সৌদি পৌঁছেছেন সিইসি ও ওলামারা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০১:২৪ এএম, ০৫ আগস্ট ২০১৯

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) সাত সদস্যের প্রতিনিধি এবং ওলামা মাশায়েখ প্রতিনিধিরা।

সৌদি আরবের স্থানীয় সময় সোমবার ৭টা ১ মিনিটে ৪১৮ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি ৩২৮১) ফ্লাইট যোগে জেদ্দা বিমানবন্দরে পৌঁছান তারা। জেদ্দা বিমানবন্দরে তাদের স্বাগত জানান কাউন্সিলর হদ মোহাম্মদ মাসুদুর রহমান, কনসাল জেনারেল মো. বোরহান উদ্দিন, হজ কার্যক্র‌মে আই‌টি সহায়তা প্রদানকা‌রী বিজনেস অ‌টো‌মেশন কর্মকর্তা ক‌বির আল মামুন ও মৌসুমী হজ অফিসার। রোববার (৪ আগস্ট) বি‌কেল সোয়া ৩টার ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

southeast

জানা গেছে, হজের সামগ্রিক কার্যক্রম মনিটরিংয়ের জন্য ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন সিইসি কে এম নূরুল হুদা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. হাফেজ রুহুল আমিন মাদানী, সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সদস্য রত্না আহমেদ, ধর্ম সচিব আনিছুর রহমান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৩ মো. আজিজুর রহমান।

এদিকে সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য সচিব স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম হজে যাননি। আর শারীরিক অসুস্থতার কারণে হজে যাননি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হাফেজ রুহুল আমিন মাদানী। ধর্ম সচিব আনিসুর রহমান আজ সোমবার পবিত্র হজ্ব পালনের রওনা হবেন।

এদিকে প্রথমবারের মতো হজযাত্রীদের সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদানের জন্য ৫৮ সদস্যের ওলামা মাশায়েখদের একটি প্রতিনিধি দল ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে সৌদি আরব গেছেন। ১০ আগস্ট পবিত্র হজ পালিত হবে।

এমইউ/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।