ডেঙ্গু রোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কারের তাগিদ উপমন্ত্রীর

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ০৪ আগস্ট ২০১৯

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার তাগিদ দিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘ডেঙ্গু মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। শিক্ষাঙ্গন পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে এসব জায়গায় ডেঙ্গু উৎপাদন হতে না পারে।’

রাজধানীর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে রোববার (৪ আগস্ট) ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষার্থীদের ডেঙ্গু জ্বর থেকে নিরাপদ রাখতে প্রতিটি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে ইতোমধ্যে পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকার ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

মহিবুল হাসান চৌধুরী বলেন, ডেঙ্গু মশার বিস্তার রোধ করতে হলে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে। এ জন্য সবস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে উপস্থিত হয়ে শিক্ষা উপমন্ত্রী ক্যাম্পাস ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

দেশের পলিটেকনিকগুলোতে দ্বিতীয় শিফট নিয়ে চলমান সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষকদের অতিরিক্ত অর্থ বরাদ্দের দাবি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গেও সম্পর্কিত।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক রওনক মাহমুদ প্রমুখ।

জেপি/এনডিএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।