শ্রমিক নেত্রী আনোয়ারা বেগম আর নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৪ আগস্ট ২০১৯

জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য, শ্রমিক নেত্রী ও সাবেক এমপি মিসেস আনোয়ারা বেগম (৭০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর ৫টায় চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দলটির দফতরের দায়িত্বে থাকা গোলাম মোস্তফা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৩ আগস্ট (শনিবার) ভোর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার নিউমোনিয়া ও হৃদরোগ ধরা পড়ায় তৎক্ষণাৎ আইসিইউ বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। অধ্যাপক ডা. মাকসুমুল হকের চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও রোববার ভোরে ইন্তেকাল করেন।

মোস্তফা বলেন, রোববার বাদ যোহর উত্তরা ৩নং সেক্টর জামে মসজিদে প্রথম, বিকেল ৪টায় গাজীপুরে দ্বিতীয় এবং কালিগঞ্জ উপজেলায় বান্দাখোলা মক্তব স্কুল মাঠে বাদ আসর তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) বাদ আসর জাতীয় পার্টির পুরানা পল্টন কার্যালয়ে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও কুলখানি অনুষ্ঠিত হবে।

কেএইচ/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।