নীরব হয়ে যাচ্ছে হজক্যাম্প

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৪ আগস্ট ২০১৯

নীরব হয়ে যাচ্ছে হজক্যাম্প। ৫ আগস্ট শেষ হচ্ছে হজ ফ্লাইট। আর যাবে মাত্র ২৪টি টিউব ফ্লাইট। ফলে হজক্যাম্পে ক্রমেই কমে যাচ্ছে হজযাত্রীদের কোলাহল।

রোববার (৪ আগস্ট) সকালে হজক্যাম্প এবং তার আশপাশ এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, হজ ফ্লাইট সমাপ্তির আগের দিন রোববার হজক্যাম্প ছিল অনেকটা ফাঁকা। হাতেগোনা কয়েকজন হজযাত্রী ছিলেন। হজক্যাম্পের আশপাশের রাস্তা ছিল অনেকটা জনশূন্য। সামনের রাস্তার ফুটপাতের কিনারের দোকান ছিল বন্ধ। তবে হজ ফ্লাইট সমাপ্তির পর এ এলাকার দোকানগুলো আবার চালু হবে বলে জানান এলাকাবাসী।

হজক্যাম্প পরিচালক সাইফুল ইসলাম জানান, সোমবার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে হজ যাত্রার আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি ঘটবে।

haji

হজযাত্রীদের একজন মোবারক আলী এসেছেন কুমিল্লার লাকসাম থেকে। তিনি জানান, মূলত হজ ব্যবসায় সম্পৃক্ততার কারণে তিনি প্রতিবারই হজে যান। নিজের এজেন্সির সব হজযাত্রী পাঠিয়ে দিয়েছেন। তারা সবাই এখন মক্কায় রয়েছেন। শেষ দিনে আজ দিবাগত ভোররাতে তার ফ্লাইট।

তিনি জানান, এ বছর খুবই সুন্দরভাবে হজ কার্যক্রম সম্পন্ন হয়েছে। হজযাত্রীদের কোনো রকম বিড়ম্বনার শিকার হতে হয়নি।

এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। হজযাত্রীদের সৌদি যাত্রার শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট। ফিরতি শেষ ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

আরএম/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।