ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৪ আগস্ট ২০১৯

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে বাংলাদেশ আওয়ামী লীগ দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় রোববার (৪ আগস্ট) ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল (ইএসএস) ধানমন্ডি ক্যাম্পাস-৩ এ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

Ess.jpg

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. মোর্শেদুল ইসলাম, পরিচালক নাসরিন জাহান, রণদেব দাস গুপ্ত ও উপাধ্যক্ষ নাঈমা সুলতানা এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম বিপ্লব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় পাঁচশত গাছের চারা বিনামূল্যে বিতরণ করেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।