ইউএনএইচআরসির সদস্যপদে নির্বাচিত বাংলাদেশ
ভারত, ইন্দোনেশিয়া, কাতার ও থাইল্যান্ডকে হারিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
এশিয়া প্যাসিফিক অঞ্চলে ২০১৫-২০১৭ মেয়াদের জন্য বাংলাদেশ ১৪৯ ভোটে জাতিসংঘের এই মানবাধিকার সংস্থার সদস্য নির্বাচিত হলো।
মঙ্গলবার রাতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংবাদ মাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, “এই বিজয়ে আবার প্রমাণিত হলো শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।”