ইউএনএইচআরসির সদস্যপদে নির্বাচিত বাংলাদেশ


প্রকাশিত: ০৩:০৫ এএম, ২২ অক্টোবর ২০১৪

ভারত, ইন্দোনেশিয়া, কাতার ও থাইল্যান্ডকে হারিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদ ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ২০১৫-২০১৭ মেয়াদের জন্য বাংলাদেশ ১৪৯ ভোটে জাতিসংঘের এই মানবাধিকার সংস্থার সদস্য নির্বাচিত হলো।

মঙ্গলবার রাতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংবাদ মাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, “এই বিজয়ে আবার প্রমাণিত হলো শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।