ভ্যাট প্রত্যাহারের নির্দেশ প্রধানমন্ত্রীর


প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা আজই জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভুইঞা। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিষয়টি নিয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই। তবে প্রধানমন্ত্রী এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে অর্থমন্ত্রীকে জানিয়েছেন। ধারণা করা হচ্ছে ওই নির্দেশনার কথা যে কোনো সময় সংবাদমাধ্যমকে জানানো হবে।

তিনি আরও বলেন, এটা নিশ্চিত যে, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, যথা সময়ে তা জানিয়ে দেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, অর্থমন্ত্রী নিজেও জানাতে পারেন, আর যেহেতু বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ডের এখতিয়ার সেহেতু তাদের মাধ্যমেও আসতে পারে।

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা শুরু হয়।
 
মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন,  এ সম্পর্কে কেবিনেটে কোনো আলোচনা হয়নি। এটা কেবিনেটের বিষয় নয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে কথা বলেছিলেন। এতে সিদ্ধান্ত কী হয়েছে- সেটি অর্থমন্ত্রীর পক্ষ থেকে বা অন্যভাবে অফিসিয়ালি জানানো হবে।

এসএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।