ডেঙ্গু পর্যবেক্ষণে দিনভর ছোটাছুটি স্বাস্থ্যমন্ত্রীর

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৩ আগস্ট ২০১৯

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর পাঁচটি হাসপাতালে দিনভর ছোটাছুটি করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার সকাল থেকে দিনব্যাপী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ও ঢাকা শিশু হাসপাতালে ডেঙ্গু পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদসহ অন্য কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

হাসপাতালগুলো পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ডেঙ্গুতে বিশ্বের যেকোনো দেশের তুলনায় কম রোগীর প্রাণহানি ঘটেছে বাংলাদেশে। ডাক্তার-নার্সসহ স্বাস্থ্য সেবা খাত সংশ্লিষ্ট সবাই এ কৃতিত্বের দাবিদার।’
হাসপাতাল ঘুরে মন্ত্রী অসুস্থ রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাহস দেন।

রোগীদের সাহস দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গোটা বিশ্বের চিকিৎসা সেবায় বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। কারণ ডেঙ্গু রোগে একমাত্র বাংলাদেশেই সবচেয়ে কম প্রাণহানি ঘটেছে এবং সম্পূর্ণ বিনামূল্যে ডেঙ্গু রোগের চিকিৎসা সেবা ও রক্ত পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। এ রকম সুযোগ আর কোথাও নেই। এ সবকিছুই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনার ফলেই।’

অনেক বেশি অহেতুক টেস্ট করা নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু না হয়েও শুধু সন্দেহের বশেই এখন মানুষ ডেঙ্গু টেস্ট করাচ্ছে কেবল আতঙ্কের কারণে। গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেলে প্রায় ৬০০ জন ডেঙ্গু রোগীর টেস্ট করালে তাদের মধ্যে মাত্র ১৬ জনের ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। অন্যদিকে ঢাকা শিশু হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৬৩ জন ডেঙ্গু টেস্ট করালেও ডেঙ্গু পজিটিভ ধরা পড়েছে কেবল সাতজনের। সুতরাং ডেঙ্গু রোগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে-এ কথা আমরা পরিসংখ্যান অনুযায়ীই বলতে পারি।‘

ডেঙ্গু রোগীর পর্যাপ্ত বেড না থাকা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজকের পাঁচটি হাসপাতাল পরিদর্শন শেষে দেখতে পেলাম যদি সামনে প্রয়োজন হয় তাহলে শেখ হাসিনা বার্ন ইউনিটে আরও নতুন ১ হাজার বেড, সোহরাওয়ার্দী হাসপাতালে ১ হাজার বেড, শিশু হাসপাতালেও বেশকিছু নতুন বেড স্থাপন করা যাবে। ইতোমধ্যেই মিটফোর্ডে ১০০, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে নতুন ২০০ বেড বৃদ্ধি করা হয়েছে।’

এ সময় স্বাস্থ্য অধিদফরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, ডেঙ্গু পরীক্ষার কিটের সংকট হলে ওষুধ প্রশাসন অধিদফতরের কন্ট্রোল রুমে যোগাযোগ করা যেতে পারে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর : 01708-506047।

এমইউ/এনডিএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।