ফরিদপুরে পকেট কমিটি করতে দেয়া হবে না : ইউসুফ


প্রকাশিত: ১২:৫১ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেছেন, ফরিদপুরে আর কখনো বিএনপির পকেট কমিটি করতে দেয়া হবে না। গঠন তন্ত্র অনুযায়ী সকলের মতামতের ভিত্তিতে এখানে কমিটি করা হবে।

সোমাবার জেলা বিএনপির শহর শাখার আয়োজনে ময়েজ মঞ্জিলে বিএনপির সম্মেলনকে সামনে রেখে থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর মিয়ার সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি এএফএম কাইয়ুম জঙ্গী, যুবদলের কেন্দ্রীয় কমিটির গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান পিংকু, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ প্রমুখ।

আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা আছে এবং দলের জন্য নিবেদিত ও যোগ্য কর্মীদের নিয়েই ফরিদপুরের কমিটি গঠন করা হোক এমন প্রস্তাব রাখেন বক্তরা।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।