স্কুল হ্যান্ডবলের সেমিফাইনাল মঙ্গলবার


প্রকাশিত: ১১:৪২ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে পোলার আইসক্রীম ২৩তম স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালক বিভাগে সেমিফাইনালে উঠেছে সেন্ট গ্রেগরীজ হাই স্কুল, সানিডেইল, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ও বি.আই.এস.সি। আগামীকাল মঙ্গলবার এই টুর্নামেন্টের সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে।

১ম সেমিফাইনালে সকাল ১১টায় সেন্ট গ্রেগরীজ হাই স্কুল মুখোমুখি হবে সানিডেইলের বিপক্ষে। ২য় সেমিফাইনালে দুপুর ১২টায় বি.আই.এস.সি মোকাবেলা করবে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে। উভয় ম্যাচটি শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার সেন্ট গ্রেগরীজ হাই স্কুল এবং নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঝে দুর্দান্ত খেলা হয়েছে। ৩০-৩০ গোলে শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচটি। খেলাটি প্রথমার্ধেও ১৬-১৬ গোলে ড্র ছিলো। সেন্ট গ্রেগরীজ হাই স্কুলের পক্ষে ইকরামুল ১২টি ও সুজন ৭টি গোল করে এবং নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয়ের পক্ষে মনির ১৩টি ও সিহাব ১০টি গোল করে।

পরের ম্যাচে সানিডেইল ২৮-১৮ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। খেলাটি প্রথমার্ধে ৮-৮ গোলে ড্র ছিলো। সানিডেইলের পক্ষে শরীফ ১১টি ও রাইয়ান রিথ ৮টি গোল করে এবং ধানমন্ডি টিউটোরিয়ালের পক্ষে আলী নেওয়াজ ৬টি ও আব্দুল কাইয়ুম ৪টি গোল করে।

গ্রেগরীজ হাই স্কুলের সঙ্গে ড্র করলেও পরের ম্যাচে নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় ৩৬-২২ গোলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৮-১১ গোলে এগিয়ে ছিলো।

অপর দিকে সেন্ট গ্রেগরীজ হাই স্কুল ৩৩-১১ গোলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৯-৪ গোলে এগিয়ে ছিলো। সেন্ট গ্রেগরীজ হাই স্কুলের পক্ষে সজিব ১১টি ও ইকরামুল ৯টি গোল এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজের পক্ষে আসাদুজ্জামান ৬টি গোল করে।

এছাড়া বি.আই.এস.সি ২৯-১৪ গোলে সানিডেইলকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৬-৯ গোলে এগিয়ে ছিলো। বি.আই.এস.সি-এর পক্ষে ওয়াষ্টি ১১টি ও ফাইয়াজ ৯টি গোল এবং সানিডেইলের পক্ষে শরীফ ৭টি গোল করে। হারলেও সেমিফাইনালে উঠেছে সানিডেইল।

সানিডেইলকে হারানোর পর বি.আই.এস.সি ২২-১২ গোলে ধানমন্ডি টিউটোরিয়ালকেও পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ১৫-৯ গোলে এগিয়ে ছিলো। বি.আই.এস.সি-এর পক্ষে ওয়াষ্টি ৭টি, তানভির ও ফাইয়াজ ৫টি করে গোল এবং ধানমন্ডি টিউটোরিয়ালের পক্ষে আলী নেওয়াজ ও আব্দুল কাইয়ুম ৩টি করে গোল করে।

আরটি/এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।