জিপিএস ট্র্যাকিংয়ের আওতায় আসছেন মশক নিধন কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ০২ আগস্ট ২০১৯

মশক নিধন কর্মীদের সঙ্গে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস যুক্ত করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সোমবার (৫ আগস্ট) থেকে ডিএনসিসির বেশিরভাগ কর্মী জিপিএস ডিভাইসের আওতায় থাকবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (২ আগস্ট) রাজধানীর উত্তরার আজমপুরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে তিনি এ কথা বলেন।

ডিএনসিসি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।

মেয়র বলেন, সোমবার থেকে বেশিরভাগ মশক নিধন কর্মীদের সঙ্গে জিপিএস ট্র্যাকার থাকবে। তাই মশক নিধন কর্মীদের কাজ নিয়ে আর সন্দেহের সুযোগ থাকবে না। সামাজিক আন্দোলন এবং সকলে এক সঙ্গে প্রচেষ্টার মাধ্যমে দেশ থেকে ডেঙ্গু দূর করা সম্ভব। তৃণমূল থেকে কাজের জন্য প্রতিটি ওয়ার্ডকে ১০ ভাগে ভাগ করে স্ক্যানিং করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ রাসেল, সচিব ড. জাফর উদ্দিন আহমেদ প্রমুখ।

এএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।