চট্টগ্রামে যাত্রীবাহী বাস থেকে ৩ লাখ চিংড়ি পোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৩১ এএম, ০২ আগস্ট ২০১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ৩ লাখ বিক্রয় নিষিদ্ধ চিংড়ি পোনা জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ আগস্ট) গভীর রাতে বটতল পেট্রোল পাম্প এলাকায় এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায়।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন রায় জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খুলনাগামী বেপারী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ৩ লাখ বিক্রয় নিষিদ্ধ চিংড়ি পোনা জব্দ করা হয়েছে। জব্দ করা ৩ লাখ চিংড়ি পোনার মধ্যে ৭০ হাজার গলদা চিংড়ি এবং ২ লাখ ৩০ হাজার বাগদা চিংড়ি রয়েছে।

পরে পোনাগুলো সমুদ্রের নোনা পানি ও মিঠা পানিতে অবমুক্ত করা হয়েছে। এ সময় নিষিদ্ধ পোনা পরিবহনের দায়ে বাসচালক আবুল বশরকে (৪৫ পাঁচ হাজার টাকা জরিমানা করেন এ কর্মকর্তা।

এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।