জুমার খুতবার আগে ডেঙ্গু-গুজব-বন্যা নিয়ে বক্তব্য রাখার আহ্বান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০১ আগস্ট ২০১৯

জুমার খুতবার আগে ডেঙ্গু ও গুজব বিষয়ে সচেতনতামূলক এবং বন্যাকবলিত দুর্গত মানুষের সাহায্যের আবেদনমূলক বক্তব্য রাখতে সারাদেশের খতিব ও ইমামদের অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

আজ (বৃহস্পতিবার) ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এ তথ্য জানান।

ধর্ম প্রতিমন্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ দেখা দিয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন জেলা বন্যাকবলিত হয়েছে। ডেঙ্গুসহ বিভিন্ন ইস্যুতে গুজব ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা পেতে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও জমে থাকা পানি পরিষ্কার রাখার আহ্বান জানাতে ইমাম ও খতিবরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সেই সঙ্গে বিভিন্ন ইস্যুতে ছড়ানো গুজবের বিরুদ্ধেও তারা মানুষকে সচেতন করতে পারেন। এজন্য শুক্রবার জুমার খুতবার আগে তারা মানুষকে সচেতন করতে বক্তব্য রাখতে পারেন।

এমইউ/এসএইচএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।