২৪ ঘণ্টায় ঢামেকে ভর্তি ২২২ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০১ আগস্ট ২০১৯

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার (৩১ জুলাই) পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫২ জন রোগী। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬৭ জন। তবে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছের আরও ২২২ রোগী। সব মিলে ৩১ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০৬। তবে গতকাল মারা গেছেন একজন।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৩টায় হাসপাতালের প্রশাসনিক ব্লকের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও স্টোর) ডা. আলাউদ্দিন আল আজাদ।

তিনি বলেন, ডেঙ্গু রোগ নিয়ে পেনিক তৈরি হয়েছে। যে কারণে ডেঙ্গুর আতঙ্ক নিয়ে হাসপাতালে আসছে সুস্থ মানুষও।

উদাহরণ দিয়ে তিনি বলেন, গতকাল ৪৬৫ জনের রক্ত নিয়ে এনএস-১ পরীক্ষা করার পর মাত্র ১৬ জনের ডেঙ্গু রোগের নমুনা পাওয়া গেছে। তাহলে এখানেই স্পষ্ট যে, ডেঙ্গু আক্রান্তের চেয়ে আতঙ্কই বেশি। পেনিকের কারণে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হয়ে মানুষ হাসপাতালে আসছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সামগ্রিক সুন্দর ব্যবস্থাপনায় ডেঙ্গুর রোগীদের চিকিৎসা দিচ্ছে। আতঙ্কিত না হওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানান তিনি।

ডা. আলাউদ্দিন আল আজাদ বলেন, আমাদের ডেঙ্গু রোগ পরীক্ষায় কিট পর্যাপ্ত রয়েছে। ডেঙ্গু রোগী আসার যে রেশিও তা যদি চলতে থাকে তাহলে আমরা আরও দু-াতিন মাস ডেঙ্গু রোগ পরীক্ষা কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।

ঢামেক হাসপাতালে সব ডেঙ্গু রোগীর চিকিৎসা-সংক্রান্ত তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘গত জুনে হাসপাতালে ডেঙ্গু রোগ নিয়ে ভর্তি হয়েছেন ১৩৫ রোগী। এর মধ্যে একজন মারা যান। জুলাইয়ে সর্বোচ্চ ২ হাজার ৪৬৪ জন ভর্তি হয়ে চিকিৎসা নেন। এর মধ্যে মারা যান ১০ জন। সব মিলে এখন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬১৭ জন। মারা যাওয়ার সংখ্যা ১১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৭০৬ জন।’

জেইউ/এসআর/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।