‘ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ৩১ জুলাই ২০১৯

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই উল্লেখ করে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন, ডেঙ্গু ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। দিন দিন পরিস্থিতি জটিল হচ্ছে।

বুধবার (৩১ জুলাই) ঢাকা মহানগর মহিলা কলেজের পক্ষে ডেঙ্গু প্রতিরোধে আয়োজিত সমাবেশ ও শোভাযাত্রায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। নগর কর্তৃপক্ষ সর্বশক্তি দিয়ে এটি মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছে। জনগণও ধীরে ধীরে এ বিষয়ে সচেতন হচ্ছে।

মেয়র বলেন, আশা করছি সরকারি-বেসরকারি সবার সম্মিলিত উদ্যোগে দ্রুতই এ পরিস্থিতি কাটিয়ে উঠতে সক্ষম হবো। ভবন মালিকদের বারবার আহ্বান জানানো সত্ত্বেও অনেকেই বিষয়টি গুরুত্ব দিচ্ছে না। আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। নির্মাণাধীন ভবন মালিকরা সচেতন না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নগর কর্তৃপক্ষ একটুও পিছপা হবে না।

এ সময় শিক্ষার্থীদের জন্য কর্পোরেশনের পক্ষ থেকে বিনামূল্যে অ্যারোসল বিতরণের অংশ হিসেবে কলেজ অধ্যক্ষের হাতে অ্যারোসলের কার্টুন তুলে দেন মেয়র।

এএস/এএইচ/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।