ড্যারিন গার্মেন্টস শ্রমিকদের বিজিএমইএ ভবন ঘেরাও


প্রকাশিত: ১২:১৮ পিএম, ২১ অক্টোবর ২০১৪

দাবি আদায়ে ড্যারিন ফ্যাশন পোশাক কারখানার শ্রমিকরা রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত বিজিএমইএ ভবন ঘেরাও করেছে।

মঙ্গলবার বিকেল থেকে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ পোশাক শ্রমিক বিজিএমইএ ভবন ঘেরাও করে তাদের দাবির কথা তুলে ধরেন। এতে ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েছেন অনেকেই।

শ্রমিকদের দাবি, মিরপুরের পূর্ব শেওড়াপাড়ায় অবস্থিত ডরিন ফ্যাশন লিমিটেড ঈদের আগে শ্রমিকদের বেতন দিয়ে গত ২ অক্টোবর ছুটি দেয়। ছুটি শেষে ১১ অক্টোবর পুনরায় কারখানা খুলে দেওয়ার কথা থাকলেও সেদিন সকালে শ্রমিকরা দেখেন কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে।

শ্রমিকরা অভিযোগ করে বলেন, কারখানা থেকে সব মেশিনপত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে কারখানা মালিক, বিজিএমইএ ও শ্রমিক নেতাদের একত্রে বসে সমাধানের কথা থাকলেও তা না করে টালবাহানা করা হচ্ছে।

তারা আরও জানান, আমাদের না জানিয়ে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন শ্রম ধারা অনুযায়ী আমাদের পাওনা চাই। এখানে আমাদের পরিবার থাকে, ইচ্ছে করলেই সবাই সাভারের জিরানীবাজার যেতে পারবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।