ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেবে এনবিআর


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ দিকে সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে এক সংবাদ সম্মেলনে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে যেকোনো সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করবে বলে একটি সূত্রে জানা গেছে।

এসএ/এসএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।