মির্জাপুরে দুটি ট্রাকের সংঘর্ষে নিহত ২


প্রকাশিত: ০৪:৫৪ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫
ফাইল ছবি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার কদিম ধল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, গরু ভর্তি ট্রাকের চালক ব্রাহ্মণবাড়িয়া সদরের হাটিহাতা গ্রামের জমশের উদ্দিন (২৮) ও গরু ব্যবসায়ী একই এলাকার ছাতিয়ান গ্রামের জয়নাল ব্যাপারী (৪০)।

জানা গেছে, রোববার রাতে উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী গরু ভর্তি একটি ট্রাক ও ঢাকা থেকে ছেড়ে আসা লবণ ভর্তি টাঙ্গাইলগামী অপর একটি ট্রাক ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের উক্ত স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ বাধে।

এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। দুর্ঘটনায় তিনটি গরু ও একটি মহিষ জখম হয়। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সকাল সাড়ে ৭টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জাগো নিউজকে বলেন, নিহত ব্যক্তিদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।