বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের বিরুদ্ধে মামলা
রাজধানীর মহাখালীতে মেসার্স বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের দইয়ের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এছাড়া আরও দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার ঢাকা মহানগরীর মহাখালী ও বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বিএসটিআইয়ের উপ-পরিচালক (মেট্রোলজি) মো. রেজাউল হক।
তিনি বলেন, মহাখালী এলাকার মেসার্স বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের দইয়ের মোড়কে ওজন, মূল্য, উৎপাদন, মেয়াদোত্তীর্ণের তারিখ, উৎপাদনকারীর নাম ও ঠিকানা উল্লেখ না থাকায় এ মামলা করা হয়।
এছাড়া বাড্ডায় মেসার্স কার্টেন প্যালেস কাপড় পরিমাপে মিটারের পরিবর্তে গজকাঠি ব্যবহার করায় এবং মেসার্স আইডিয়াল হোম মেড ফুড প্রোডাক্টসের ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হয়।
বিএসটিআই’র এ অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মো. রেজাউল করিমের নেতৃত্বে সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার, পরিদর্শক মো. রাকিবুল আলম ও মো. বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন।
এমইউএইচ/জেএইচ/এমকেএইচ