সৌদি পৌঁছেছেন ৯৭ হাজার ৩১২ হজযাত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২২ এএম, ২৯ জুলাই ২০১৯
ফাইল ছবি

আসন্ন পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৯৭ হাজার ৩১২ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ২৫৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৫৯ জন হজযাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৪১টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৩১টি সহ মোট ২৭২টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

রোববার (২৮ জুলাই) মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে সরকারি হজযাত্রীদের দ্বাদশ ফ্লাইট বিজি ৩০৬৫ হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০৯ জন হজযাত্রী নিয়ে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ফ্লাইটটি বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩৮ মিনিটে যাত্রা শুরু করে সৌদি আরবের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে সেখানে পৌঁছায়। হজযাত্রীরা জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসযোগে মক্কায় পৌঁছাবেন।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হতে পারে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

এমইউ/এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।