বৈষম্যহীন সমাজ গড়তে ছাত্রদের ঐক্যবদ্ধ হতে হবে


প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

বিজ্ঞানী দ্বিজেন শর্মা বলেছেন, স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখতে এবং বৈষম্যহীন সমাজ গড়তে অবশ্যই বাংলাদেশের ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে ছাত্রসমাজের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৩৭তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

“রুখো সাম্রাজ্যবাদ-মৌলবাদ-শিক্ষা বাণিজ্য ধ্বংসপ্রলয়, চেতনার আকালে আবাদ করো নতুন সূর্যোদয়” স্লোগানে ছাত্র ইউনিয়নের ৩৭তম সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

দ্বিজেন শর্মা বিশ্ববিদ্যালয়গুলোতে শিগগিরই ছাত্রসংসদ নির্বাচনের বিষয়ে গুরুত্বারোপ করে বলেন, ছাত্রসংসদ নির্বাচন ছাড়া কখনোই ছাত্ররাজনীতি কার্যকর হবে না এবং সাধারণ ছাত্রদের অধিকারের বিষয়টিও অনুধাবন করা যাবে না।

শিক্ষার বাণিজ্যিকীকরণ রুখে দাঁড়াতে ছাত্র ইউনিয়নের চলমান আন্দোলনকে আরো বেগবান করতে তিনি সংগঠনটির নেতৃবৃন্দকে নির্দেশ দেন।

ছাত্র ইউনিয়ন সভাপতি হাসান তারেক বলেন, সমাজের অন্ধকার দূর করতে এবং শিক্ষার আলো জ্বালাতে প্রতিটি শিক্ষার্থীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

হাসান তারেকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সাধারণ সম্পাদক লাকী আক্তার, ঢাবি শাখার সভাপতি লিটন নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন। ঢাবির টিএসসিতে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে মঙ্গরবার ও বুধবার।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ১৭-১৯ ফেব্রুয়ারি। ওই সম্মেলনে হাসান তারেক সভাপতি ও লাকী আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

এমএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।