এবার ডেঙ্গু কেড়ে নিল ছোট্ট জারিফার প্রাণ
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৮ জুলাই ২০১৯
দুই বোন জারিফা জাহান ও ফাইজা। জারিফা জাহান ছোট, বয়স ৯ বছর। আর ফাইজা বড়, তার বয়স ১৩ বছর। বড় বোন ফাইজাকে রেখে চিরতরে বিদায় নিল জারিফা জাহান। টানা পাঁচদিন ঢাকা শিশু হাসপাতালের আইসিইউতে ডেঙ্গুর সঙ্গে যুদ্ধ করে হার মানে জারিফা জাহান। রোববার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টায় তার মৃত্যু হয়।
মৃত জারিফা জাহানের বাবার নাম জলিল আহমেদ, মা রেহানা আক্তার। তারা থাকতেন রাজধানীর আজিমপুরে। আজিমপুর লিটল অ্যাঞ্জেল স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত জারিফা।
রোববার বেলা ১১টার দিকে ঢাকা শিশু হাসপাতালে গিয়ে দেখা যায়, ছোট্ট জারিফার নিথর দেহটি কাপড়ে মোড়ানো। অঝোরে কাঁদছেন তার আত্মীয়-স্বজন। হাসপাতাল থেকে তার মরদেহ অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে।
এ সময় কাঁদতে কাঁদতে জারিফার মামা সুমন জাগো নিউজকে বলেন, ‘জারিফাকে গত বুধবার এই হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। আজ সকাল পৌনে ৯টার দিকে সে মারা যায়।’
তিনি বলেন, ‘ডেঙ্গুকে সরকারের মহামারি ঘোষণা করা উচিত। ডেঙ্গু এখন আর স্বাভাবিক অবস্থায় নাই।’
পিডি/বিএ/এমএস