সৌদি পৌঁছেছেন ৮৯ হাজার ৫০৫ হজযাত্রী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২২ এএম, ২৭ জুলাই ২০১৯

আসন্ন পবিত্র হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৮৯ হাজার ৫০৫ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ১৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৪ হাজার ৪৮৬ জন রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৩১টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১১৭টিসহ মোট ২৪৮টি ফ্লাইটে করে তারা সেখানে পৌঁছান।

শুক্রবার মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে গতকাল ২৬ জুলাই (২৩ জিলক্বদ ১৪৪০ হি:) সরকারি হজযাত্রীদের দ্বাদশ ফ্লাইট বিজি৩৩৫৯ হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সময় রাত ৭টা ৩২ মিনিটে যাত্রা শুরু করে সৌদি আরব সময় রাত ১০টা ৪৯ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে জেদ্দায় পৌঁছায়।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮ টি।

এমইউ/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।