রাস্তা খুলে দিয়েছে শিক্ষার্থীরা


প্রকাশিত: ০১:১২ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

টিউশন ফি’র ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে দিনভর অবরোধ কর্মসূচির পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাস্তা খুলে দিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে ফার্মগেট, গাবতলী, মিরপুর এবং নিউমার্কেট এলাকায় যান চলাচল শুরু হয়েছে। তবে ভ্যাট প্রত্যাহার না হলে সোমবার আবারো  রাস্তা অবরোধ করবে শিক্ষার্থীরা।

শনিবারের ঘোষণা অনুযায়ী, সকাল ১০টা থেকে শুরু হবে শিক্ষার্থীদের রাজপথ অবরোধ-ক্লাস বর্জন ও ধর্মঘট। ১০টায় রাজধানীর কলাবাগান ওভারব্রিজ, সোবহানবাগ মোড়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তা অবরোধ কর্মসূচি শুরু করে।

অন্যদিকে বেলা ১১টায় বনানী সড়কও অবরোধ করে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সময় মহাখালী-শুলশান, বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন রাস্তায় ও উত্তরা হাউজ বিল্ডিং সড়কে অবস্থান নেয়।

এ বিষয়ে আন্দোলনের মুখপাত্র ফারুক আহমেদ আরিফ জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম জাগো নিউজকে জানান, শিক্ষার্থীরা পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে আজকের মতো অবরোধ প্রত্যাহার করেছে। তবে সারা দিন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।

ডিএমপি’র তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-ক্রাইম অ্যান্ড অপস) ওহিদুল ইসলাম জানান, শিক্ষার্থীদের রাজপথ অবরোধ কর্মসূচির কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়েছে। তবে সন্ধ্যায় কর্মসূচি বন্ধ করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

জেইউ/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।