১২৭ জনের হজে যাওয়া অনিশ্চিত

রফিক মজুমদার
রফিক মজুমদার রফিক মজুমদার , জ্যেষ্ঠ প্রতিবেদক হজ ক্যাম্প থেকে
প্রকাশিত: ০২:৫০ পিএম, ২৬ জুলাই ২০১৯

দালালের খপ্পরে পড়ে ১২৭ জন হজযাত্রীর হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার বিকেল ৪টায় তাদের ফ্লাইট হওয়ার কথা থাকলেও, এখন পর্যন্ত ভিসা পাননি। এদিকে শুক্রবার বন্ধের দিন থাকায় তাদের ভিসা করা অনিশ্চিত হয়ে পড়েছে। অনিশ্চয়তায় ভোগা হজযাত্রীরা এখন হজ ক্যাম্পে অবস্থান করছেন।

দুপুরে হজ ক্যাম্প থেকে হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের সভাপতি শাহাদাত হোসেন তসলিম জাগো নিউজকে জানিয়েছেন, বিপদগ্রস্ত হজযাত্রীদের ভিসা করার চেষ্টা চলছে।

জানা গেছে, ১২৭ হজযাত্রীদের বেশিরভাগ বাগেরহাট এলাকার। অল্প সংখ্যক রয়েছেন ঢাকা এবং অন্যান্য জেলার। প্রতারিত হজযাত্রীরা ৬০ জন স্বদেশ ওভারসিজ নামক একটি প্রতিষ্ঠানকে হজের টাকা প্রদান করেন। বাকি ৬৭ জন বিদেশ ভ্রমণ নামক এক হজ এজেন্সিকে টাকা দিয়েছেন।

প্রতারিত হজযাত্রীদের একজন মুফতি আমিরুল ইসলাম জাগো নিউজকে জানান, তারা সবাই দালাল তোহার মাধ্যমে দুই এজেন্সিকে টাকা দিয়েছেন। তোহা তাদের কাছ থেকে নেয়া টাকা এজেন্সির মালিককে বুঝিয়ে দেননি। যে কারণে এজেন্সি মালিকের হাতে তাদের ভিসার টাকা পৌঁছেনি এবং অ্যাম্বাসিতে টাকা জমা করা যায়নি। এমন জটিলতা তৈরি করে দালাল তোহা দীর্ঘদিন পালিয়ে ছিলেন। গতকাল তাকে হাব নেতারা পাকড়াও করেছেন। সর্বশেষ খবর অনুযায়ী, হাব নেতাদের প্রচেষ্টায় ভিসা করার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, আসন্ন হজ পালনে সৌদি আরব পৌঁছেছেন ৮৫ হাজার ৮১১ জন হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২০৭ জন হজ যাত্রী রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১২৬টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১১১টিসহ মোট ২৩৭টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

আরএম/এমএসএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।