এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি : এসপি হারুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৫ জুলাই ২০১৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে এখন পর্যন্ত কোনো প্রার্থী অভিযোগ করেনি বলে দাবি করেছেন জেলাটির পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদ। বিরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনের সময় গণমাধ্যমের কাছে বৃহস্পতিবার দুপুরে এ দাবি করেন নারায়ণগঞ্জের এ এসপি।

তিনি বলেন, ‘আমরা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করছি। আমরা এখন পর্যন্ত কোনো প্রার্থীর কাছ থেকে অভিযোগ পাইনি।’ এর আগে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৯টায় ভোট শুরু হয়। সকাল থেকে পৌরসভার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে।

এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেয়া হচ্ছে। এসপি হারুন বলেন, ‘ঢাকার পাশে এই পৌরসভা নির্বাচন। প্রতিটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে করে পর্যাপ্ত সংখ্যক আনসার, র‌্যাব মোতায়েন করেছি। অন্যান্য বছর আপনারা যে ধরনের অভিযোগ করেছিলেন, এখন ১টা বাজে, এই পৌরসভার কোথাও আমরা অভিযোগ পাইনি। বাকি যে সময় আছে, আমরা সব পুলিশ সতর্ক রয়েছি।’

তিনি বলেন, ‘যেহেতু সকাল থেকে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি, বাকি সময়টা অনেক সুন্দরভাবে পার হবে। সুষ্ঠু ভোট হচ্ছে বলেই জনগণ এখানে উপস্থিত হয়েছে।’

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. জসীম উদ্দিন বলেন, ‘আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তাতে জনগণ আশ্বস্ত হয়েছে। এই ভোটে যেন জনগণের রায় প্রতিফলিত হয়, এটা আমরা চাই। আমাদের সবচেয়ে বড় বিষয় ছিল, নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে, সেটা নিশ্চিত করতে পেরেছি।’

ইভিএমের বিষয়ে জসীম উদ্দিন বলেন, ‘ভোটাররা আগেই বলেছিলেন এই প্রক্রিয়ার সঙ্গে পরিচিত না। এজন্য পরিচিত করার ব্যবস্থা করা হয়েছিল। এখন তারা বুঝতে পেরেছে, এটা সহজ বিষয়। এখন তারা যদি কাঙ্ক্ষিত ফলও পেয়ে যায় বিকেলে, তাহলে এই শ্রদ্ধা আরও বেড়ে যাবে।’

কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একজন দলীয় প্রতীকে, তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ রফিকুল ইসলাম রফিক নৌকা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র ও কাঞ্চন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আবুল বাশার বাদশা নারিকেল গাছ, সাবেক মেয়র ও কাঞ্চন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া জগ এবং একেএম আমিরুল ইসলাম মোবাইলফোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

পিডি/জেইউ/এমআরএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।